দৈনিক খবর

গরুকে আলিঙ্গনের আগে ১০ লাখ রুপির বীমা দিতে বললেন মমতা

ভ্যালেন্টাইনস ডের দিন গরুকে আলিঙ্গন করার আগে ১০ লাখ রুপির বীমা করে দাও কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় পশুকল্যাণ বোর্ড একটি আর্জিমূলক বিজ্ঞপ্তি দিয়েছিল। তাতে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন গরুকে আলিঙ্গন দিবস (কাউ হাগ ডে) পালনের আবেদন জানানো হয়েছিল। তীব্র সমালোচনা ও বিদ্রুপের মুখে পরে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলেও তা নিয়ে সোমবার তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিধানসভায় বক্তৃতাকালে মুখ্যমন্ত্রী বলেন, ‘বলছে ভ্যালেন্টাইনস ডের দিন গরুকে আলিঙ্গন করতে হবে। কিন্তু গুঁতিয়ে দিলে কী হবে? আগে ১০ লাখ রুপির বীমা করে দাও, তারপর বলো আলিঙ্গন করতে।’

মমতা বিদ্রুপের সঙ্গে বলেন, ‘যার মাথা থেকে এটা বেরিয়েছে তার মাথাটা গবেষণা করার মতো। একেবারে ইন্টারন্যাশনাল ব্রেন। গরুকে আমরা সবাই ভালোবাসি। তাই বলে এই!’

ওই বিজ্ঞপ্তি নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল। বলা হয়েছিল, ভ্যালেন্টাইনস ডে হলো পশ্চিমা সংস্কৃতি। এসব ঢুকে ভারতের ধ্রুপদি সংস্কৃতিকে নষ্ট হচ্ছে। গরুকে আলিঙ্গন করলে মানসিক শান্তি পাওয়া যায় বলেও পশুকল্যাণ বোর্ড তাদের বিজ্ঞপ্তিতে বলেছিল। বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ, কটাক্ষ ও মিমের সুনামি বয়ে যায়।

Related Articles

Back to top button