Countrywideদৈনিক খবর

কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

গতকাল রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে এক লাইনে মুখোমুখি দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে, তা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছন নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন।

অপরদিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নাঙ্গলকোটের হাসানপুরে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেনটি পেছন থেকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। যাত্রীবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে ভয়াবহ এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেছে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে

Related Articles

Back to top button