economyদৈনিক খবর

এক ভরি সোনার দাম দাড়াল ২ লাখেরও বেশি

চরম অর্থনৈতিক সংকটের মুখে পাকিস্তান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দেশটিতে আকাশ ছোয়া পর্যায়ে চলে যাচ্ছে। শুধু নিত্য পণ্য নয় এবার সোনার ক্ষেত্রেও একই চিত্র উঠে এসেছে। দেশে এক ভুরি (১১.৬৬ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ১৪ হাজার ৫০০ পাকিস্তানি রুপি, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। মূলত ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতনের পর সেখানে সোনার দাম বেড়েছে।

অল-পাকিস্তান সারাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (এপিএসজিজেএ) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ২৪ ক্যারেট সোনার দাম ৫ ,০০০ টাকা বেড়ে ২ ,১৪ ,৫০০ টাকা হয়েছে৷ অন্যান্য ক্যারেটেও একই রকম বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি রেকর্ড সর্বনিম্ন। দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তহবিল অ্যাক্সেস করার জন্য লড়াই করার কারণে মুদ্রার পতন ঘটে। এরপরই মূলত সোনার দাম বাড়ে।

এদিন আন্তঃব্যাংক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মূল্য দাঁড়ায় ২৮৭.২৯ টাকা। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ২৮৫ শূন্য চার টাকা। পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২ মার্চ রুপির মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সেই দিন, ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ২৮৫ .০০ ।

অন্যদিকে দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বার্ষিক ভিত্তিতে চলতি বছরের মার্চে দেশের মূল্যস্ফীতি বেড়েছে ৩৫.৩৭ শতাংশে। বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব কর্পোরেশনের তথ্য অনুসারে, মার্চ মাসে পাকিস্তানে মুদ্রাস্ফীতি জুন ১৯৬৫ থেকে সর্বোচ্চ ছিল।

Related Articles

Back to top button