দৈনিক খবরবিনোদন

ঈদের পরে দেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘পাঠান’

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। কেউ আমদানির পক্ষে কথা বলেছেন, আবার কেউ বা এর বিপক্ষে। কিন্তু সব আলাপন উপেক্ষা করে দেশে হিন্দি সিনেমা আমদানিতে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়।

তবে কিছু শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির এই অনুমুতি এই দেওয়া হয়েছে। আর তাই বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা দেশে আমদানি করা যাবে।

এদিকে জটিলতা কেটে যাওয়ায় ঈদের পরে দেশে আমদানি হচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’।

এ ছাড়া ভারতের বিভিন্ন ভাষার শীর্ষ সিনেমাগুলোও আমদানি করা হবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ইতোমধ্যে কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘পাঠান’ সিনেমা আমদানির জন্য আবেদনও করেছেন এই নির্মাতা।

অনন্য মামুন বলেন, আমরা ইতোমধ্যে সিনেমাটি আমদানির প্রক্রিয়া শুরু করেছি। ঈদের পরে পাঠান আসবে। যেহেতু সেন্সরে জমা দিতে হবে আর আমরা সেভাবেই কাজ করছি। সেন্সর করানোর পর সিনেমাটি মুক্তি দেব।

তিনি আরও বলেন, এ ছাড়া সালমান খানের সিনেমাসহ আরও কিছু সিনেমা আনার পরিকল্পনা করেছি। যেহেতু শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানিতে কোনো বাধা নেই, তাই ধাপে ধাপে আমাদের কাজ শুরু করছি আমরা।

Related Articles

Back to top button