খেলাধুলাদৈনিক খবর

ইংল্যান্ড সফরের আগে সিলেটে টাইগারদের ক্যাম্প

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজ সোমবার মিরপুরে গণমাধ্যমকে জানান, হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নেয়া।

তিনি বলেন, ‘ঈদের পর সিলেটে একটা ক্যাম্প হবে। ভেরি শর্ট ক্যাম্প। যাওয়ার আগে সেখানে হয়তো ২-৩ দিনের ছোট ক্যাম্প হবে।’

তিনি আরও বলেন, ‘সিলেটের উইকেট-কন্ডিশন চিন্তা করে। সিলেটের উইকেট স্পেশালি চিন্তা করে হেড কোচই এটা সিলেক্ট করেছে। সিলেট হলে ভালো। একটু অ্যালুফ একটা জায়গায় করার চিন্তা ভাবনা ছিল। ঢাকা থেকে বাইরে হলে, সিলেট ভেন্যুটা সবচেয়ে ভালো। সেইজন্য ওই জায়গাটা নির্বাচন করা হয়েছে।’

এদিকে বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান চলতি মাসের শেষ সপ্তাহে ক্যাম্পটি হবে। আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ তিনটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

আগামী ৯, ১২ ও ১৪ মে খেলা। সদ্যগত বাংলাদেশ সফরে তিন ফরম্যাটের সিরিজেই হেরেছে আয়ারল্যান্ড। আবার ফিরতি সিরিজ খেলতে যুক্তরাজ্য যাবে তামিম ইকবালের দল।

Related Articles

Back to top button