খেলাধুলাদৈনিক খবর

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে: সাকিব

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রনি তালুকদার, তাসকিন আহমেদ পরের ম্যাচে লিটন দাস ও সাকিব আল হাসান। দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে নেপথ্যে তারা। বৃষ্টি বিঘ্নিত দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ঢাকায় ফিরে এবার হোয়াইটওয়াশের মিশনে নামার পালা স্বাগতিকদের। সিরিজ জয়ের ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারানোর পর সাকিব জানিয়েছেন, তাদের আত্মতুষ্টির সুযোগ নেই। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো করে হোয়াইওয়াটশ করতে চায় বাংলাদেশ।

ভালো দল হতে সেটার বিকল্প দেখছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আপনি যদি ভালো দল হন আর অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে গেলে দেখবেন ২-০ তে এগিয়ে থাকলে তারা সেটা ৩-০ করতে চায়। আমরাও সেটাই করতে চাই। আমাদের আত্মতুষ্টি হওয়ার কিছু নেই।’

গত ইংল্যান্ড সিরিজ থেকেই বদলে যেতে শুরু করেছে বাংলাদেশ। ভয়ডরহীন ক্রিকেটের শুরুটা হয়েছে জস বাটলারদের বিপক্ষেই। আয়ারল্যান্ডের বিপক্ষেও অব্যাহত রয়েছে এমন আক্রমণাত্বক ক্রিকেট। বিগত কয়েক ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন বলে জানান সাকিব।

এ সময় তিনি বলেন, ‘আমরা বিগত কয়েক ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছি সেটাই করতে চেয়েছিলাম। আমরা সেই কাজটা ভালো করেছি। আমরা যদি ভালো দল হতে চাই তাহলে প্রথম বল থেকেই আমাদের ভালো করতে হবে। এটা নিয়ে আমরা সবাই একমত হয়েছি যে আমরা কিভাবে খেলতে যাচ্ছি।’

এদিন ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ২২ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন সাকিব। প্রথমবার বাংলাদেশি হিসেবে একাধিকবার ৫ উইকেট নেয়ার রেকর্ডটা এখন তার দখলে।

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় টিম সাউদিকে ছাড়িয়ে গেছেন তিনি। বর্তমানে সাকিবের উইকেট ১৩৬টি। বাংলাদেশি হিসেবে শীর্ষে থাকতে পেরে খুশি তিনি। সাকিব বলেন, ‘বাংলাদেশি হিসেবে শীর্ষে থাকতে পেরে ভালো লাগছে।’

এদিকে সিরিজ জেতায় শেষ ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে এমন ইঙ্গিতই দিয়েছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা ভালো করতে মুখিয়ে আছেন। সাকিব বলেন, ‘আমরা হয়ত নতুন কিছু খেলোয়াড়কে চেষ্টা করতে পারি। তারা ভালো করতে মুখিয়ে আছে।’

Related Articles

Back to top button