দৈনিক খবরবিনোদন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জায়েদ খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খানকে। এ অভিনেতাকে দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে প্রায়ই দেখা যায়। এবার রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবেন বলে ঘোষণা দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এ সাধারণ সম্পাদক।

এই অভিনেতা বুধবার (৫ এপ্রিল) ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বলেন, ‘বঙ্গবাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি আমি। আপনার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে পাশে থাকুন।’ তিনি আরও লেখেন, ‘এবারের আমাদের ঈদের খরচগুলো বাঁচিয়ে না হয় এইসব সর্বস্ব হারা মানুষগুলোর সঙ্গে ঈদ উদযাপন করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে লাগা আগুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মাঝে মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এতে ঈদের আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা।

Related Articles

Back to top button