সন্তানকে শেখান পরিচ্ছন্নতা

পরিষ্কার-পরিচ্ছন্নতাই হলো সুস্বাস্থ্যের মূলকথা। অপরিষ্কার শরীরে বাসা বাঁধে নানান রকমের অসুখ-বিসুখ। অপরিষ্কার পরিবেশে রোগও ছড়ায় বেশি। তাই নিজেকে তো বটেই, আশেপাশের সব কিছুই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। ছোট শিশুরা পরিচ্ছন্নতার ব্যাপারগুলো ঠিক বুঝে উঠতে পারে না।

অনেক বাচ্চা এটা-সেটা মুখে দেয় বা নোংরা হাতে খাবার খায়। তাই ছোটবেলা থেকেই আপনার সন্তানের মধ্যে গেঁথে দিন পরিচ্ছন্নতাবোধের খুঁটিনাটি। এ ব্যাপারে মা-বাবাকে হতে হবে সচেতন। ছোটবেলা থেকেই বাচ্চাদের এমন কিছু পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি করে দিন, যাতে প্রাত্যহিক কাজে পরিচ্ছন্নতায় সে নিজেও সচেতন হিসেবে বেড়ে ওঠে।

হাত ধোয়া :

গোসল করা :

পোশাক এবং বিছানা পরিষ্কার রাখা :

মনে রাখুন :

Exit mobile version