দিল্লির দ্বিতীয় ম্যাচের একাদশেও জায়গা হলো না মুস্তাফিজের

চলতি আইপিএলের এবারের আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচের মতো আজও একাদশে জায়গা হয় নি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে পরদিন রাতেই ঢাকা ফিরেন মুস্তাফিজ।

দিল্লির প্রথম ম্যাচের দিন সকাল ৮টার বিমানে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন এই বাঁহাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইপিএল যাত্রার কথা জানিয়ে মুস্তাফিজ লিখেছেন, ‘আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে তর সইছে না।’

টাইগার ভক্তদের আশা ছিল প্রথম ম্যাচেই একাদশে দেখা যাবে মুস্তাফিজকে। তবে তা আর সম্ভব হয়নি। নিজেদের প্রথম ম্যাচে দিল্লির শোচনীয় হারের পর অনেকেই প্রত্যাশা করেছিলেন দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজকে একাদশে নিবে ডেভিড ওয়ার্নারের দল। তবে দ্বিতীয় ম্যাচে একজন বিদেশি ক্রিকেটার পরিবর্তন করলেও মুস্তাফিজের জায়গা হয়নি। দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া একাদশে জায়গা পেয়েছেন।

দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, রিলি রোসো, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, এনরিক নরকিয়া, অভিষেক পুরেল।

গুজরাট একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ডেভিড মিলার, সাই সুন্দর , হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াতি, রশিদ খান, মোহাম্মদ শামি, জশ লিটল, আলজারি জোসেফ ও যশ দয়াল।

Exit mobile version