গুলশানে তারাবিহ নামাজ চলাকালে হাফেজ ও মুসল্লিসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ

এবার রাজধানী ঢাকার শাহজাদপুরে ঘটেছে একটি দুঃখজনক ঘটনা সেখানে তারাবীহ নামাজ থেকে তিন হাফেজ ও মুসল্লিসহ ১৭ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।সোমবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু মার্কেট সংলগ্ন ইসলামিক এন্টারপ্রাইজ (কুরআন শিক্ষা কেন্দ্র) থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের মধ্যে তিনজন ইমামও রয়েছেন। হাফিজ আব্দুল আজিজ (১৭ ), হাফিজ মুসফিকুর রহমান (১৬ ), হাফিজ জাকারিয়া (১৬ )

ইসলামিক এন্টারপ্রাইজ বা কুরআন শিক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি পাঁচ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে বয়স্কদের কুরআন শেখানো হয়। প্রতি বছর পবিত্র রমজান মাসে নারী-পুরুষ তারাবিহ নামাজ আদায় করেন। সেখানে নিয়মিত কিয়ামুল লাইল। এছাড়া সিনিয়রদেরও সহীহ কোরআন শিক্ষার ক্লাস রয়েছে।

ইসলামিক সেন্টার কোরআন, হাদিস এবং নামাজের বই সহ বিভিন্ন ইসলামিক বিষয়ের বই বিক্রি করে। সর্বস্তরের মানুষ এই কেন্দ্রের সঙ্গে যুক্ত।

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. মোতালেব মঈন বলেন, বিনা কারণে পুলিশ তাদের গ্রেফতার করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির নাগরিকদের ধর্মীয় উপাসনা করতে গিয়ে গ্রেফতার করে ধর্মীয় স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। পবিত্র রমজান মাসে ইসরায়েলি বাহিনী কর্তৃক মুসলিম ও ইমামদের গ্রেফতার ও নির্মম করা হয়।

এদিকে মুসল্লি এবং হাফেজ আটকের ঘটনা নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।এদিকে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাইবে পুলিশ।

Exit mobile version