আরেক দফা গ্যাসের দাম বাড়ালো সরকার

আরেক দফা গ্যাসের দাম বাড়ালো সরকার। এবার শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে ক্যাপটিভে প্রতি ইউনিট ১৬ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়, ভর্তুকি সমন্বয়ে গ্যাসের এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের নির্বাহী আদেশেই বিদ্যুতের পর বাড়ানো হলো গ্যাসের দাম। আগামী ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে। তবে আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম আগের মতোই রাখা হয়েছে।

Exit mobile version