রাস্তায় পুলিশ নামানো হয়, যাতে কেউ নববর্ষ পালন করতে না পারে, চিল্লায় কন ঠিক কিনা: আসিফ নজরুল

বাংলাদেশে ফেলা বৈশাখ বিশেষ উৎসবের মাধ্যমে পালন করা হয়, যেটা অনেকের নিকট অনেকটা অস্বস্তিকর। সমালোচক ও শিক্ষক আসিফ নজরুল অনেকটা তেমনই মনে করেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

গতকালের স্টাটাসের পর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেনঃ আচ্ছা আপনি না হয় সংস্কৃতি মানেন না। কিন্তু আপনি কি জানেন বাঙালি বা বাংলাদেশি সংস্কৃতি কী? নিশ্চয়ই জানেন না।
আমি উত্তর দিলামঃ হ্যা, আমি জানি। বাঙালি বা বাংলাদেশি সংস্কৃতির ব্যাপারটা আমি ভালো করেই চিনি।

কী সেটা? উত্তরটা এখানে লিখে দিলাম। মিলিয়ে নিন।
ইংরেজি নববর্ষে রাস্তায় পুলিশ নামানো হয়, যাতে কেউ এটি পালন করতে না পারে। আর বাংলা নববর্ষে ওই একই রাস্তায় , ওই একই পুলিশ নামানো হয়, যাতে এটি পালন করতে পারে।
এটাই বাংলা সংস্কৃতি। চিল্লায় কন ঠিক কিনা?

প্রসংগত, অনেকে এই উৎসবটিকে ঠিক তেমনভাবে পালন করেন না। তবে অনেক তরুন-তরুনীরা এই উৎসবটিকে বিশেষভাবে নিয়ে পালন করে থাকেন। তবে এটা আমাদের বাঙালীদের একটি ঐতিহ্য, যেটা সকল বাঙালি পালন করা উচিৎ বলে মনে করেন।

 

Exit mobile version