বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন ভারতের ৩১ আলেম

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ঐতিহাসিক বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।এদিকে এ পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর তিন ছেলেসহ প্রায় ৫০ জনের এক জামাতে ভারতের ৩১ জনের বেশি আলেম রয়েছেন। আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ভারতের যেসব আলেম শরিক হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা জামশেদ, মাওলানা শামীম আজমি, মাওলানা চেরাগ উদ্দীন, মুফতি শাহজাদ কাসেমি, মাওলানা ওরম মেওয়াতী, মাওলানা রিয়াসাত আলি বিজনুরি, মুফতি জহির, মুফতি ফারুক, মুফতি আব্দুল ওয়াহাব, শ্রীলঙ্কা জমিয়তে উলামার সভাপতি ও তাবলীগের শূরা মুফতি রিজভী মুহাম্মদ।এদিকে মাওলানা সাদ কান্ধলভীর তিন ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী, মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীও ময়দানে উপস্থিত হয়েছেন।

এছাড়া ইজতেমায় আরো উপস্থিত হয়েছেন, মাওলানা উবায়দুল্লাহ বোয়ালভী রহ. এর সাহেবজাদা শায়খুল হাদীস মাওলানা আব্দুল আজীম সাহেব, মাওলানা হুসাম উদ্দীন কাসেমী, হায়দারাবাদ মাদরাসার মুহতামিম মুফতি মুতিউর রহমান মাযহারী, মুফতি জহির বারাবাংকী, ভারতের ইসলামিক স্কুল বোর্ডের পরিচালক মাওলানা আশরাফ আজমী, লখনৌর বিখ্যাত দেওড়িয়া মাদরাসার মুহতামিম মুফতি ইফতেখারুল হাসান নদভী, মুফতি শোয়াইব, মুফতি কমর নাসিম, শায়খুল হাদীস মুফতি রিয়াসত, শায়খুল হাদীস মাওলানা ফরিদ আহমদ কাসেমী, দেওবন্দের মাদরাসায়ে উম্মে মাকতুবের মুহতামিম মুফতি ফুরকান, দিল্লি জামিয়া মিল্লায়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল আজীজ, মুফতি ইব্রাহিম বুলন্দশহরী, শায়খুল হাদীস আব্দুর রশীদ হাফি, আসামের মাওলানা মনজুর আহমদ কাসেমী, দারুল উলুম দেওবন্দের সাবেক নাজিমে দারুল ইফতা মাওলানা আসাদ উল্লাহ সুলতানপুরী, নদওয়াতুল উলামার সুনামধন্য উস্তাদ মুফতি মাহবুব নদভী প্রমুখ।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষ্যে গাজীপুর ট্রাফিকব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে টেশিস শিল্প সংস্থার মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষ্যে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে। তিনি আরও বলেন, আখেরি মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।

Exit mobile version