বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ মেয়ের জন্ম দিলেন গৃহবধূ

এবার একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জামালপুরের আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সন্ধ্যার দিকে জামালপুরে বেসরকারি হাসপাতাল এপোলোতে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া নবজাতকের চারজনই কন্যাশিশু।

এদিকে বিয়ের প্রায় ৮ বছর পর মাতৃত্বের সুখ লাভ করলেন আঞ্জুয়ারা। যে কারণে আঞ্জুয়ারা ও তার স্বামী দুই পরিবারই খুবই খুশি। আঞ্জুয়ারা বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা আতাউর হোসেন বাবুর সহধর্মিণী। আতাউর পেশায় একজন কাঠমিস্ত্রী।

এদিকে আতাউর হোসেন বলেন, প্রায় ৮ বছর পর আল্লাহর রহমত হয়েছে আমাদের উপর। একসঙ্গে চারটি কন্যা সন্তান দিয়েছেন তিনি। আমি খুব খুশি হয়েছি। তবে আমি খুব গরিব মানুষ। চার সন্তান লালন পালন করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে আঞ্জুয়ারার সিজার করা চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ জানান, একসঙ্গে চার শিশুর জন্ম হওয়ায় খুবই খুশি আমরা। চার শিশু ও মা সুস্থ‌্য আছেন।

Exit mobile version