বার্সাকে শিরোপা না জেতাতে পারলে ক্লাব ছেড়ে চলে যাবেন জাভি

এবার জাভি হার্নান্দেজের অধীনে এই মৌসুমে বেশ ভালো পারফর্ম্যান্স দেখিয়েছে বার্সেলোনা। যার ফলে দুইটি ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে। এমতাবস্থায় নতুন মৌসুমের চুক্তি নবায়ন করার প্রস্তাব জাভিকে পাঠিয়েছে বার্সা কর্তৃপক্ষ। তবে এখনই সেই নতুন চুক্তি করতে রাজি নন জাভি, এমন খবরই জানিয়েছে স্প্যানিশ এক গণমাধ্যম।

গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় এক সংবাদমাধ্যমকে লাপোর্তা বলেছেন, “আমি পরিকল্পনা করছি, জাভি যদি লা লিগা না জেতাতে পারে তাও তার সঙ্গে চুক্তি নবায়ন করব। আমি তাকে সেটাই বলেছি।” গণমাধ্যমটির মতে বার্সাকে শিরোপা জেতানোর পরই ক্লাবের হেড কোচ হিসেবে চুক্তি নবায়ন করবেন জাভি অন্যথায় নিজ ইচ্ছায় ক্লাব ত্যাগ করবেন তিনি।

এদিকে কয়েকদিন আগে জাভির অধীনে কাতালানদের ৫০তম ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় তারা। গত মৌসুমের ভরাডুবির পর নিজের প্রথম মৌসুমেই বার্সাকে যেন অনেকটা আগের রূপেই ফিরিয়ে এনেছে জাভি।

এমনকি স্প্যানিশ লা লিগার অনেকটাই কাছে এসে পড়েছে দলটি। এছাড়াও কয়েকদিন আগে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে এই টুর্নামেন্ট জেতারও আশা বাঁচিয়ে রেখেছে ক্লাবটি। তাইতো পরের মৌসুমে জাভিকে ধরে রাখতে প্রাণপন চেষ্টাই চালিয়ে যাবে বার্সা ক্লাব কর্তৃপক্ষ।

Exit mobile version