বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করতে চান সানাই মাহবুব

রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ভয়াবহ আগুন লাগে। মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় বঙ্গবাজার কমপ্লেক্সে বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্সকো টাওয়ার। এদিকে ব্যবসায়ীদের বিশাল এই ক্ষতি পূরণ সম্ভব না হলেও কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দেশের অর্থ ও হৃদয়বান মানুষরা।

সরকারি-বেসরকারি সংগঠন ছাড়াও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষ থেকে শোবিজের তারকারাও এগিয়ে আসছেন। এবার এই কাতারে নাম লেখালেন আলোচিত মডেল সানাই মাহবুব। এ মডেল ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ীদের নিজ সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চান বলে জানিয়েছেন। শনিবার (৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিভায়েড পেজে এক স্ট্যাটাসে এমনটা জানান তিনি।

সানাই মাহবুব লেখেন, ‘আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে মানুষই দাঁড়াবে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ নারী ব্যবসায়ী, হ্যাঁ, নারী উদ্যোক্তাদের আমি আমার সামর্থ্যানুযায়ী সাহায্য করতে চাই। দয়া করে নারী ব্যবসায়ীরা আমার পেজের ইনবক্সে নক করুন। আমি আমার ক্ষুদ্র প্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।’

নারী ব্যবসায়ীদের সাহায্য করার কারণও জানিয়েছেন আলোচিত এই মডেল। এ ব্যাপারে লেখেন, ‘নারীরা অসহায়। প্রতি পদে পদে যে বাধা নারীদের জীবনে আসে, সেটা আর নতুন করে বলার কিছুই নাই। এই দুঃসময়ে তাদের একটু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপু কিংবা ভাবী, দয়া করে এই পেজের ইনবক্সে যোগাযোগ করুন।’

Exit mobile version