প্রিয় ব্যক্তিত্ব ডা. জাফরুল্লাহ আর নেই, যা বললেন আসিফ নজরুল

ডা. জাফরুল্লাহ আর নেই আর এটি এখন বাংলাদেশের টক অব টাউন হয়ে দাঁড়িয়েছে। গুণী কীর্তিমান এই মানুষটির মৃত্যু ছুঁয়ে গেছে সকলকে। এ দিকে তার এই প্রয়ানে সকলেই বেশ শোক পেয়েছেন। শোক পেয়েছেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব আসিফ নজরুলও। তার মৃত্যুর খবর শুনে তিনি দিয়েছেন একটি স্ট্যাটাস। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হে আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে তিনি আমাদের সময়ের সেরা মানুষ ছিলেন।
হে আল্লাহ তাকে চির শান্তিতে রাখুন!

প্রসঙ্গত, জাফরুল্লাহ ছিলেন গণমানুষের ব্যক্তিত্ব। তিনি চিকিৎসা খাতে রেখেছিলেন বড় ধরনের অবদান। তৈরী করেছিলেন গণস্বাস্থ কেন্দ্র। আর সেখানে নাম মাত্র ফি নিয়ে চিকিৎসা দিতেন সাধারণ মানুষকে।

Exit mobile version