দীর্ঘ ১৫ বছর পর বাবু লালকে গোসল করাল পুলিশ

কুড়িগ্রাম পৌরশহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় দীর্ঘ প্রায় ১৫ বছর খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে কোনোরকমে বসবাস করে আসছেন বাবু লাল (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বিষয়টি নজরে এলে ওই ব্যক্তির চুল-দাড়ি কেটে গোসল করিয়ে পেটভরে খাওয়ালেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) প্রকাশ সরকার নয়ন, কনস্টেবল জামাল হোসেন, তৌহিদ ও স্থানীয় সমাজসেবক জনি শেখ।

স্থানীয়রা জানান, বাবু লাল একটি দোকানের বারান্দায় থাকেন। দীর্ঘ ১৫ বছর গোসল করেননি। গায়ে সবসময়ে ৩০-৩৫ টা করে পোশাক পরে থাকতেন। তিনি কোনো কথা বলেন না। শুধু ‘লাকী’ নাম বলেন আর লেখতে পারেন। এদিকে স্থানীয় সমাজসেবক জনি শেখ বলেন, বাবু লাল দাদাকে ডিবি পুলিশ সদস্যরা চুল কাটিয়ে, গোসল করানোর পর পেট ভরে খাবার খাওয়ানোর মাধ্যমে এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

এসআই প্রকাশ সরকার নয়ন বলেন, এ সমস্ত মানুষের জন্য কাজ করা আমার নেশা। শুনেছি উনি দীর্ঘ ১৪-১৫ বছর যাবত গোসল করেন না। চুল ও দাড়ি অনেক বড় হয়ে গেছে। বিষয়টি দেখে দায়িত্ব থেকে তার সেবা যত্নের চেষ্টা করেছি মাত্র।

Exit mobile version