জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট দিয়ে হুমকি দিয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে রমনার অনুষ্ঠান ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। উড়োচিঠির হুমকির বিষয়ে তিনি বলেন, জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট দিয়ে হুমকি দিয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাংলা নববর্ষ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে ওই চিরকুট পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করো না তোমাদের।’ পরে ওই ঢাবি শিক্ষার্থী শাহবাগ থানায় জিডি করেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দেওয়া উড়ো চিঠি কোনো দুষ্টু পোলাপান দিয়েছে, জঙ্গিরা না। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’ ‘যে উড়োচিঠি এসেছে তা দেওয়া হয়েছে দাজ্জাল বাহিনী নামে। দাজ্জাল বাহিনী নামে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দুষ্টু পোলাপান অতিউৎসাহী হয়ে এই চিরকুট লিখেছে। পহেলা বৈশাখ উপলক্ষে সরাসরি কোনো জঙ্গি থ্রেট বা হুমকি নেই।’

ঢাকার আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি ছিনতাই নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত দশ জঙ্গিকে গ্রেপ্তার করেছি। পলাতক জঙ্গিরা নজরদারিতে রয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হবে।’ এসময় ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আমি বাঙালি হিসেবে মনে করি, দুই একটা বোমা দিয়ে বাঙালিকে দমন করা যাবে না। একাত্তরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা কামান-বন্দুক নিয়ে এই বাঙালিদের দমন করতে পারে নাই।

‘আর কোথাকার কোন জঙ্গি একটা-দুইটা বোমা মেরে আমাদেরকে দমন করবে! আমরা ওই রকম ভীতুর জাতি নয়৷ আমরা বীরের জাতি। কোনো জঙ্গি, কোনো শকুন আমাদের প্রতি নখ দেখাবে, আমার সেই জাতি নই। ‘এরপরেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ কোনো ধরনের দুঃসাহস দেখাতে পারবে না।’

Exit mobile version