গ্রেফতারের আড়াই ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। মুক্তাদিরের আইনজীবীরা থানা পুলিশকে জামিনের কাগজপত্র দেখালে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট কোতোয়ালি থানার এক মামলায় এমএজি ওসমানী বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

মুক্তাদিরকে থানা থেকে ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি বলেন, ‘যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, ওই মামলায় জামিনে ছিলেন। গ্রেফতারের পর তার আইনজীবীরা থানায় রিকল নিয়ে আসেন। কাগজপত্র যাচাই করে সন্ধ্যা ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।’

সুদীপ বলেন, ‘পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারিন্ট ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।’

বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিকালে সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।

Exit mobile version