কলকাতায় অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন লিটন

এবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এসবের মাঝেও দেশের ক্রিকেটে হট টপিক সাকিব-লিটনের আইপিএল খেলা। আবার কেউ কেউ একধাপ এগিয়ে বলছেন, কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব পাবেন সাকিব। রাইডার্সদের সম্ভাব্য নেতার তালিকায় লিটনের নাম জুড়েও গুঞ্জন শোনা যাচ্ছে। আর তা নিয়ে এবার মুখ খুলেছেন এই উইকেটকিপার ব্যাটার।

এদিকে কলকাতার নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটের কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন। তাই দলটির নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে সংকট। যদিও সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল কিংবা সুনীল নারিনের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার আছে দলটির স্কোয়াডে। তবে তাদের কেউই এর আগে আইপিএলে অধিনায়কত্ব করেননি।

কলকাতায় অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে ভারতের এক দৈনিক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে লিটন বলেন, ‘আমি এখনও বাংলাদেশে। আয়ারল্যান্ড সিরিজ চলছে আমাদের। ভারত বা কলকাতায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেয়ার পরই এসব দিয়ে কথা বলতে পারব। এতো দূর থেকে এসব এসব নিয়ে কথা বলা সম্ভব নয়।’

এদিকে প্রথমবারের মত আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। ৫০ লক্ষ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ওপার বাংলার দলটি।

Exit mobile version