আগুন লাইগ্যা সব শেষ হয়ে যাইতেছে আর বাকশালি মন্ত্রীরা চিল করে বেড়াইতেছে: পিনাকী

বঙ্গবাজারের আগুন লাগার রেশ এখনও দগদগে, কিন্তু সেই রেশের মাঝেই ফের আগুন লাগার ঘটনা ঘটলো রাজধানীর নিউ সুপার মার্কেটে। এই আগুন লাগার ঘটনার অন্য একটি ভিন্ন দিক তুলে ধরলেন সমালোচক ও লেখক পিনাকী ভট্টাচার্য। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট হুবুহু তুলে ধরা হলো-

দেশের মানুষের ত্রাহি ত্রাহি দশা আগুন লাইগ্যা মানুষের সর্বস্ব ধ্বং”স হইয়া যাইতেছে আর বাকশালি মন্ত্রীরা চিল করে বেড়াইতেছে। কতোবড় পিশা’চ হইলে এইডা করতে পারে।

শেখ হাসিনা অগ্নি সন্ত্রা”সী। আগুন দিয়ে সরকারি খাস জমিতে গড়ে ওঠা নিম্নবিত্তের মার্কেট উচ্ছেদ করে বহুতল মার্কেট বানাবে। তাই আগুন লাগে, আরো আগুন লাগবে। দরিদ্রের বস্তিগুলোতে আগুন লাগার পরে কী হয়েছে সেইটা দেখেন তাহলেই বুঝবেন নিউমার্কেট আর বঙ্গবাজারে আগুন লাগার পরে কী হবে।

প্রসংগত, দেশের অগ্নিকান্ডের ঘটনা একের পর এক ঘটে চলেছে। তবে কারণ খুজে পেতে বেগ পেতে হচ্ছে গোয়েন্দা ও বিশেষজ্ঞ দলকে। তবে বার বার একই ঘটনা একই সময়ে ঘটার পেছনের বিষয়টিকে সহজভাবে দেখছেন না কেউ।

Exit mobile version