দৈনিক খবর

ধ্বংসস্তূপের নীচে স্ত্রী ও সন্তানসহ ১২ দিন বেঁচে থাকার বর্ণনা দিলেন বেঁচে ফেরা ব্যক্তি

তুরস্কে সাম্প্রতিক কালে ঘটে গেল এক ভয়াবহ ভূমিকম্প, আর এই ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশ মানুষ প্রয়াত হয়েছেন। ভূমিকম্পে অনেক মানুষ ধ্বং”সস্তূপের নিচে চাপা ও আটকা পড়ে। অনেককে ভূমিকম্প ঘটার অনেক দিন পরও জীবিত অবস্থায় ধ্বং”সস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়। এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছে সেখানে। ভূমিকম্পের ১২ দিন পর এক দম্পতি ও তাদের শি”শু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পর তাদের সেই সন্তান চিরদিনের জন্য স্তিমিত হয়ে যায়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ জানিয়েছে, উদ্ধারকৃতরা হলেন সামির মুহাম্মদ আকার (৪৯),তার স্ত্রী রাগদা (৪০) ও ১২ বছর বয়সি ছেলে।

এতদিন ধ্বংসস্তূপের নিচে কীভাবে বেঁচে রইলেন, তার বিভী”ষিকাময় বর্ণনা দিয়েছেন সমীর। আনাদোলু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভূমিকম্পের পর থেকে তারা নিজেদের প্র”স্রাব পান করেই জীবনযাপন করছেন।

সমীর আরও জানান, প্রথম দুই থেকে তিন দিন তার ছেলে তার ডাকে সাড়া দিয়েছিল, পরে আর সাড়া দেয়নি। এত দিন ধ্বং”সস্তূপের নিচে অচেতন অবস্থায় ছিল।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশের দক্ষিণাঞ্চলের হাতা
য়া প্রদেশের রাজধানী আনতাকার ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।

ফাহরেত্তিন কোচা যিনি তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রয়েছেন তিনি তাদের বিষয়ে বলেন, সামির মুহাম্মদ আকর ও তার স্ত্রী মোস্তফা কামালের স্বাস্থ্যবস্থার উন্নতি ঘটেছে। তারা দুজনে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাদের সকল ধরনের সেবা দেওয়া হচ্ছে। তারা অবশ্যই শীঘ্র সুস্থ হয়ে উঠবেন বলে তিনি জানান।

Related Articles

Back to top button