দৈনিক খবর

৬০ বছর ধরে একই সেলুনে গিয়ে চুল কাটিয়ে যত টাকা দিতেন পেলে!

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে আর ইহজগতে নেই। তবে রয়ে গেছে তার অবিশ্বাস্য সব কীর্তি। আর পেলের কাছের মানুষদের কাছে রয়ে গেছে অসংখ্য স্মৃতি। তেমনই একজন জোয়াও আরাউজো।

সাও পাওলোর একটি সেলুনের মালিক আরাউজো গত ৬০ বছর ধরে পেলের চুল কাটতেন। ব্রাজিল কিংবদন্তি তাকে আদর করে নাম দিয়েছিলেন ‘দিদি’।

পেলের থেকে ২ বছরের বড় আরাউজো। পেলের প্রয়াণে সাও পাওলোর একটা বড় অংশে শোক চলছে। দোকান, বাজার বন্ধ। সেখানে নিজের দোকানের সামনে পেলের জার্সি পরে বসে আরাউজো বলেন, ‘আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি। ব্রাজিল হারিয়েছে। গোটা বিশ্ব হারিয়েছে। আমি একজন বড় খদ্দেরকে হারিয়েছি। সেই সঙ্গে হারিয়েছি একজন ভালো বন্ধুকে। কমপক্ষে এক হাজার বার পেলের চুল কেটে দিয়েছি আমি। ‘

৬৬ বছর আগে পেলে আর দিদির বন্ধুত্বের শুরু। পেলের বয়স তখন ১৬। সবে তখন সান্তোসে সুযোগ পেয়েছেন। ওই সময় সান্তোসের সমর্থক ছিলেন আরাউজো।

পেলেকে প্রথমবার দেখার স্মৃতি নিয়ে আরাউজো বলেন, ‘পেলে যখন প্রথম এখানে এলো, তখন সে খুবই ছোট। ওই সময় কেউ ভাবেনি যে সে এত বড় ফুটবলার হবে। আমরা জানতাম সে ভালো ফুটবলার। কিন্তু একদিন সে ফুটবলের রাজা হবে- সেটা বুঝতে পারিনি। ‘

মৃত্যুর আগে পর্যন্তও আরাউজোর কাছে চুল কাটাতে যেতেন পেলে। ফুটবল থেকে অবসর নেওয়ার পরে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছিল। তখন সুযোগ পেলেই আরাউজোর সেলুনে চলে যেতেন পেলে। দুজনে আড্ডা দিতেন, অনেক গল্প করতেন।

চুল কাটানোর পর সবাই যে টাকা দিত, পেলের কাছ থেকেও তাই নিতেন আরাউজো। অংকটা ছিল প্রায় ৭ ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৭০০ টাকা )। পেলে অসুস্থ হওয়ার পর তার বাসায় গিয়ে নিয়মিত খোঁজ নিতেন আরাউজো। সেই সব গল্প এখন আরাউজোর জন্য কেবলই স্মৃতি। – এএফপি

Related Articles

Back to top button