দৈনিক খবর

শুক্রবার ঢাকায় আসছে আর্জেন্টিনা দল

জাতির জনকের নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিতে আর্জেন্টিনা দল আগামীকাল ঢাকায় আসছে। লাতিন আমেরিকার দলটি সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট।

দ্বিতীয় দল হিসেবে আজই ঢাকা আসবে চাইনিজ তাইপে। পরে ধাপে ধাপে আসবে অন্য দলগুলো। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে আটটি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে, অংশ নিচ্ছে ১২টি দেশ। লাতিন আমেরিকার আর্জেন্টিনা; দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল; আশিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে; মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড, পোল্যান্ড। এবারই প্রথম অংশ নেবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

আগামী ১১ মার্চ শনিবার বেলা ১২টায় জাতীয় কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে। উল্লেখ্য, আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

Related Articles

Back to top button