নারীর যৌনাকাঙ্খা বৃদ্ধির নতুন ঔষধ আবিষ্কার

নারীর যৌনাকাঙ্খা বৃদ্ধির জন্য আবিষ্কৃত হয়েছে নতুন ঔষধ। এই ঔষধ প্রয়োগের ফলে যৌনতার প্রতি নারীদের আকর্ষণ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে।

ঔষধটির নির্মাতা প্রতিষ্ঠান স্পোরাট ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, যেসব মহিলারা যৌনতার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছেন যৌনতার প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধিতে কাজ করবে ঔষধটি।

এ ঔষধটি ভায়াগ্রা অথবা ফিলবেনসেরিনের মত নয় বলে জানায় উৎপাদক প্রতিষ্ঠানটি। যৌন আকর্ষণ বৃদ্ধির জন্য পূর্বের আবিষ্কৃত ঔষধগুলো মানুষের মস্তিষ্কে কাজ করলেও এটা সেরকম নয়।

প্রাথমিকভাবে ঔষধটি শুধুমাত্র যুক্তরাজ্যে বিক্রির অনুমতি পেয়েছে।

তবে বিতর্কিত এ ঔষধ আমেরিকার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক দুইবার বাতিল হয়েছে। বাতিলের কারন হিসেবে বলা হয় ঔষধটিতে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে তাতে অতিনিদ্রাসহ অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

ঔষধের নির্মাতা কিনডি হোয়াইটহেড বলেন, যৌন আকাঙ্খা বৃদ্ধিতে পুরুষের জন্য অনেক রকম চিকিৎসার ব্যবস্থা থাকলেও নারীদের জন্য তেমন কোন পরিচিত ঔষধ নেই। আমাদের উৎপাদিত এ ঔষধটি নারীদের যৌনাকাঙ্খাকে ৫৩ শতাংশ বৃদ্ধি করতে সক্ষম।

Exit mobile version