যমজ সন্তান হওয়ার কারণ কি

যমজ সন্তানের সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু কেন হয় যমজ সন্তান ? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা সবাই জানি না।

যমজ হতে পারে দুই ধরনের। যেমন:১) Fraternal২) Identical.Fraternal যমজ দুটি ভিন্ন ডিম থেকে বিকাশ লাভ করে। বেশিরভাগ যমজই fraternal । আর অসময়ে আকস্মিক ও প্রারম্ভে গর্ভধারণের কারণে অনেক সময় একই ডিম বিভক্ত হয়ে Identical যমজ সৃষ্টি করে।

এবারে জানা যাক কারণগুলো কী ?

কী কী সমস্যা হতে পারে ?

বাচ্চার সমস্যা

চিকিৎসা

Exit mobile version