দৈনিক খবর

বিমানে উঠে নারীর সামনে প্যান্ট খুলে অপ্রত্যাশিত কাণ্ড যুবকের, পেল কঠিন শাস্তি

সম্প্রতি গত কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটের এক সহযাত্রীর গা’য়ে ‘মূ’ত্র’ত্যা’গ-সহ প্যান্ট খুলে ‘অ”শ্লী’ল অ’ঙ্গ’ভ’ঙ্গি করেন এক যাত্রী। এ ঘটনায় বিমান কর্মকর্তাদের কাছে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থায় নেয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই যাত্রী। তবে অবশেষে সেই ঘটনাকে কেন্দ্র করে এবার এলো নতুন এক তথ্য।

জানা গেছে, সেই ঘটনায় বিমান সংস্থাটিকে ভারতের অ্যাভিয়েশন রেগুলেটর জেনারেল ৩০ লাখ রুপি জরিমানা করেছে।

ফ্লাইটের দায়িত্বে থাকা পাইলটের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ফ্লাইটের পরিচালককেও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ‘মূ’ত্র’ত্যা’গের ঘটনায় শঙ্কর মিশ্রকে চার মাসের জন্য বিমান ভ্রমণে নিষিদ্ধ করেছে এয়ার ইন্ডিয়া।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে পাশের সিটে বসা নারীর সঙ্গে এমন আপত্তিকর কান্ড ঘটিয়ে বসেন শঙ্কর মিশ্র। পরবর্তীতে এ ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়।

Related Articles

Back to top button