দৈনিক খবর

বিপিএলে ঝড় তোলা নাসিরকে জাতীয় দলে ফেরার উপায় জানালেন সালাউদ্দিন

এক সময় নাসির হোসেন ছিলেন জাতীয় দলের ‘অটোচয়েস’। সেই নাসিরই নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন। চলতি বিপিএলের নবম আসরে ব্যাট হাতে দুর্দান্ত নাসিরকে দেখা যাচ্ছে। আসরে ইতিমধ্যেই করেছেন ২১৫ রান। ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক হিসেবে দলীয় সাফল্য কম হলেও ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন নাসির।

এই পারফর্মেন্সের পর কি তাকে আবারও জাতীয় দলে বিবেচনা করা হবে? কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, এ দুই ক্রিকেটার এখনো জাতীয় দলে ফিরতে পারেন। সেই পথও বাতলে দিয়েছেন তিনি। এবারের বিপিএলে পাঁচ ম্যাচে যথাক্রমে ৩৬*, ৪৪, ৩০, ৩৯ ও ৬৬* রান করেছেন ঢাকা ডমিনেটরস অধিনায়ক নাসির হোসেন।

গতকাল বৃহস্পতিবার নাসিরের ঢাকাকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে কুমিল্লার কোচ বলেন, ‘নাসিরের ইনিংস খুবই ভালো লেগেছে। সে অনেক দিন পরে হয়তো বিপিএল খেলছে। দিন দিন সে অনেক ফিট হচ্ছে। সে যদি আরেকটু ফিট হয়, তাহলে হয়তো ফেরার অবস্থায় চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘নাসিরকে আমি বাংলাদেশের কয়েকটি মেধাবী ছেলের মধ্যে একজন হিসেবে দেখি। ওর মাথা সব সময় কাজ করে। ওর পক্ষে আসলে ফেরা সম্ভব। বাকিটা ওর ওপর। কতটা ফিটনেস নিয়ে আসবে, তার ওপরে নির্ভর করে।’

Related Articles

Back to top button