দৈনিক খবর

বার্সেলোনার জেলে ব্রাজিল তারকা, চুক্তি বাতিল করল ক্লাব

এবার যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হতেই হলো ব্রাজিল তারকা দানি আলভেজকে। কিছুদিন আগেই কাতার বিশ্বকাপে খেলা আলভেজ গতকাল শুক্রবার থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেপ্তার হন। গত ২ জানুয়ারি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছিলেন এক নারী। তার অভিযোগ ছিল, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তাঁকে যৌন হয়রানি করেছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে বার্সেলোনা পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেজ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, আলভেজ তার আইনজীবীদের মাধ্যমে অভিযোগের বিষয়ে পুলিশের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। গ্রেপ্তারের পর আলভেজকে আদালতে তোলা হয়। তাঁর জামিন মঞ্জুর না করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দিয়েছিলেন আলভেজ, চুক্তি ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু সেই চুক্তি বাতিল করে দিয়েছে পুমাস। এক বিবৃতিতে ক্লাবটির সভাপতি লিওপোলদো সিলভা বলেছেন, ‘ক্লাবের চেতনা ও মূল্যবোধের বিপক্ষে যায় – এমন কোনো কাজ ক্লাবের কোনো ফুটবলাররা করলে তা মেনে নেওয়া হবে না।’

এদিকে আলভেজের বিরুদ্ধে ‘অনুমতি ছাড়া স্পর্শ’ করা অভিযোগ এনেছেন ওই নারী। ৩৯ বছর বয়সী ফুটবলার অবশ্য এর আগে এক বিবৃতিতে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি নাইটক্লাবে গিয়েছিলেন বটে; তবে যৌন হয়রানি করেননি। এই তারকা ডিফেন্ডার বলেছিলেন, ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি ওই নারীকে চিনি না। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি?’

Related Articles

Back to top button