খেলাধুলাদৈনিক খবর

বাবা তোমাকে অনেক মনে পড়ছে: ক্যারিয়ার সেরা ইনিংস খেলে রনি

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ফিফটিতে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়া রনি তালুকদার হয়েছেন সিরিজের প্রথম টি-টুয়েন্টির ম্যাচসেরা। যদিও ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় নিজে পুরষ্কার নিতে আসতে পারেননি। তার হয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হাতে তোলেন পুরষ্কার।

গত ২০১৫ সালে বাংলাদেশ দলে একটি টি-টুয়েন্টি খেলে বাদ পড়া রনি ৮ পর ডাক পান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। প্রত্যাবর্তনে খুব খা’রাপ করেননি ৩২ বছর বয়সী ওপেনার। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে নেমে ২৪ বলে ফিফটি করেন।

৩৮ বলে ৬৭ রানের বি’স্ফো’রক ইনিংস খেলে বাংলাদেশকে এনে দেন দুইশ পেরোনো পুঁজি। পরে বৃষ্টির কারণে ছোট হয়ে আসা ম্যাচে ডাক ওয়ার্থ ও লুইস মেথডে বাংলাদেশ পায় ২২ রানের জয়। আজ খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রনি ম্যাচ দ্য ম্যাচ হওয়ার অনুভূতি ব্যক্ত করেন।

তিনি লিখেন, ‘বাবা তোমাকে অনেক মনে পড়ছে। জানি, তুমি উপর থেকে আমাদের দেখছো।’ জাতীয় দলে ফের ডাক আসার আগেই বাবাকে হারান রনি। বাংলাদেশের হয়ে খেলার গর্বের মুহুর্তে তাকেই বেশি মিস করছেন এ ক্রিকেটার।

Related Articles

Back to top button