খেলাধুলাদৈনিক খবর

প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড, যেমন হতে পারে টাইগার একাদশ

এবার ওয়ানডে সিরিজ জয়ের পর, এবার টাইগারদের মিশন টি-টোয়েন্টি সিরিজ। আজ সোমবার ২৭ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাড়িয়েছে টাইগারদের আত্মবিশ্বাস। আইরিশদের বিপক্ষেও আক্রমনাত্মক ক্রিকেট খেলতে চায় টাইগাররা।

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে সুবিধা আদায় করতে পারে স্পিনাররা। তাই আজকের ম্যাচে অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনের। আরও অভিষেক হতে পারে উইকেট কিপার ও মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিকের।

এদিকে আয়ারল্যান্ড দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। তার বদলে আইরিশ দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক পল স্টার্লিং।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Related Articles

Back to top button