দৈনিক খবর

দেশে ডলার এর অভাবে এলসি হয় না, কিন্তু দুবাইতে বিয়ে হয়,এটাই উন্নয়ন:তুষার

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এখনো বেশ সংকটে রয়েছে। বিশেষ করে দেশের ডলারের ঘাটতি এখনো বেশ বিদ্যমান। আর এই কারনে হচ্ছে না দেশে এলসি। দিকে দেশের এই ডলারের সংকটের মধ্যে ঘটে গেছে নতুন একটি ঘটনা। দুবাইতে জমকালো আয়োজনে বিয়ে করেছেন বাংলাদেশের এক দম্পতি। এ নিয়ে এবার একটি বিশেষ লেখনী লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক আব্দুন নূর তুষার। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:

দেশে ডলার এর অভাবে এলসি হয় না।

কিন্তু দুবাইতে বিয়ে হয়। দেশ থেকে বরযাত্রী যায়।কি যে ভালো লাগে!

ডাক্তারদের নিজের খরচে বিদেশে গিয়ে পরীক্ষা দিতে বাঁধা দেয়।কিন্তু… দুবাই গিয়ে বিয়ে করতে কোনো অসুবিধা নাই।

একদিকে আমরা ভেজিটেবল বার্গার খাবো, আমদানী বন্ধ আরেকদিকে ডলার খরচ করে অতিথিরা বিদেশে গিয়ে ৩৫ পদের খাবার খেয়ে খবর ছাপাবেন।

তাদের কোন কৃচ্ছতা করতে হয় না। কৃচ্ছতা আমাদের। এতো বেশী উন্নতি হয়েছে আমাদের যে আমাদের এখন কলার মোচার কিমা দিয়ে সমুচা বানানো বাকি।

মাশাল্লাহ্! সুবহানাল্লাহ!

এটাই উন্নয়ন।

প্রসঙ্গত, আব্দুন নূর তুষার বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। চিকিৎসা খাতে তার নাম অনেক উপরে চলে গেছে। এ ছাড়াও দেশের নানা ধরনের সব সমসাময়িক কর্মকান্ডের উপর তিনি আলোচনা করে থাকেন সোশ্যাল মিডিয়াতে। তার লেখনী পাঠক মহলে বেশ জনপ্রিয়।

Related Articles

Back to top button