দৈনিক খবর

দেশের বৃহত্তম জুমার জামাত আজ তুরাগতীরে

আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিয়েছে মাওলানা সাদ অনুসারী কয়েক লাখ মুসল্লি। আজ শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টার দিকে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এ জুমার নামাজে ইমামতি করবেন। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইজতেমার উদ্দেশ্যে আসা মুসল্লি ছাড়াও জুমার নামাজের উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা বৃহস্পতিবার রাত থেকেই ইজতমা ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন। এছাড়া দেশের বৃহত্তম এ জুমার নামাজে অংশ নিতে শুক্রবার সকাল থেকেও মুসল্লিরা আসছেন।

পরপর দুই বছর ইজতেমা না হওয়ায় এবারের ইজতেমায় সাধারণ মুসুল্লিরাও উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগেভাগেই অবস্থান নিয়েছেন এবং অধিক সংখ্যক মুসল্লি হয়েছে। অনেকেই মূল সামিয়ানার নিচে স্থান না পেয়ে কামারপাড়া সড়কের পাশে ফুটপাতে পলিথিন টানিয়ে অবস্থান নিয়েছেন। ইজ‌তেমা ময়দা‌নের প্রায় ৮৫ ভাগ মুসল্লি ময়দা‌নে চ‌লে আসা‌য় ইজ‌তেমা শুরু হয়ে যায় গতকাল বৃহস্প‌তিবার আস‌রের পর থে‌কেই। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এসব তথ্য জানান।

এ বিষয়ে মোহাম্মদ সা‌য়েম বলেন, মাঠ বুঝে নেওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। তারা ময়দানের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে আরও মুসল্লি বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ও নৌপথে ময়দানের উদ্দেশ্যে আসছেন।

আজ জুমার নামা‌জে অংশ নেওয়ার জন্য টঙ্গী গাজীপুরসহ আশপা‌শের এলাকা থে‌কে মুস‌ল্লিরা দ‌লে দ‌লে ময়দা‌নের দি‌কে যা‌চ্ছে। আগামী রবিবার আ‌খেরী মোনাজাত প‌রিচালনা কর‌বেন মাওলানা সাদ কান্ধলবীর বড় ছে‌লে মাওলানা ইউছুফ বিন সাদ কান্ধলবী। আগামী রবিবার ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

Related Articles

Back to top button