খেলাধুলাদৈনিক খবর

টেস্ট বাদ দিয়ে সাকিব-লিটনকে আইপিএলে দেখতে চান মাশরাফি

আসন্ন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের ‘এনওসি’ সরগরম দেশের ক্রিকেট। বিশেষ করে জাতীয় দলের খেলাচলাকালীন ক্রিকেটারদের ছাড় না দেবার মানসিকতা নিয়ে বিসিবির সমালোচনায় দেশের ক্রিকেট সমর্থকদের অনেকে। ‘এনওসি’ নিয়ে বিসিবির কঠোরতায় বিরাগভাজন হয়ে যেতে পারে আইপিএলের দলগুলোও। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারে সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজর রহমানেরা।

এদিকে সাকিব-লিটন-মুস্তাফিজদের আইপিএল যাত্রা নিয়ে বরাবরই ‘দেশ আগে’ এমন বক্তব্য হাজির করছে বিসিবি। গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলেনে বিসিবির সুরেই কথা বলেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তবে বিসিবির এমন সিদ্ধান্তে একমত নন দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে আইপিএলে দল পাওয়া সাকিব-লিটনকে ছুটি দেয়ার পক্ষে ম্যাশ।

আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘বাংলাদেশের কী খেলা আছে এর মধ্যে? টেস্ট খেলা থাকলেও সেটা যদি মানিয়ে নেয়ার মত হয় কাউকে দিয়ে তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগি হয়ে তো লাভ নেই। এদিকে তো আমরা অনেক প্লেয়ারকে চেঞ্জ করে খেলাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘খেলাচ্ছি না তা তো না। ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক না। খোলামেলা আলাপ করা উচিত ওদের সাথে। ওরা যদি মন থেকে যেতে চায় তাহলে.. হোয়াই নট? আয়ারল্যান্ডের সাথে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, আমাদের এটা ম্যানেজ করার এবিলিটি আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে।’

Related Articles

Back to top button