জেনে রাখুনরোগ ব্যাধি

টুথ ব্রাশেই সবচাইতে বেশি জীবাণু!

জানেন কি আপনার পুরনো টুথব্রাশ সবথেকেই বেশি জীবানু ছড়ায়? ম্যাঞ্চেস্টার ইউনিভার্সিটির প্রোস্থডন্টিস্ট ডঃ অ্যান ওয়ে তাঁর সাম্প্রতিক গবেষনায় এই তথ্য দিয়েছেন।

গবেষনায় দেখা গিয়েছে একটি টুথব্রাশে প্রায় ১০ মিলিয়নেরও বেশি জীবানু থাকে । ই .কোলি , স্ট্যাফের মত জীবানু থাকে টুথব্রাশে, যা বহু দুরুহ অসুখ ছড়ায়। আমরা যখন খাবার খেয়ে হাত ধুই, সেই পানি থেকেই মূলত এইধরনের জীবানু ছড়ায় টুথব্রাশে। সমানভাবে বাথরুমের নোংরা থেকেও দূষণ ছড়িয়ে পড়ে।

ডঃ অ্যান ওয়ে বলেছেন, “টুথব্রাশের মুখগুলোর মধ্যে একপ্রকার চৌম্বক ক্ষমতা থাকে এবং এই চৌম্বক ক্ষমতা আশেপাশের জীবানুকে আকর্ষণ করে আটকে ফেলে। এরপর ওই ব্রাশ ব্যবহার করলে আমাদের মধ্যে সেই জীবানু ছড়িয়ে যায়।”

নিজেদের শরীরকে বাঁচানোর জন্য টুথব্রাশকে বাথরুমের বাইরে কোনও ঢাকা জায়গায় রাখার নির্দেশ দিয়েছেন ডঃ অ্যান ওয়ে । এর সঙ্গে তিনি জানিয়েছেন যে দূষিত টুথব্রাশ যদি ৫মিনিটের বেশী মেঝেতে পড়ে থাকে তবে জীবানু সেখানে ছড়িয়ে যায় এবং আমাদের পায়ের পাতার মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে। তাই, খুব সাবধানে রাখুন নিজের টুথব্রাশকে।

Related Articles

Back to top button