চিতই পিঠার ভিন্নধর্মী একটি রেসিপি জেনে নিন

শীত এসেছে আর চিতই পিঠা খাওয়া হবে না, সে কি হয়। একদম না! হরেক রকম ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে আমরা সবাই ভালোবাসি। চলুন, আজ তাহলে জেনে নিই একটি ভিন্নধর্মী এক চিতই পিঠার রেসিপি। ঝাল চিতইয়ের মত আজ আমরা তৈরি করবো ডিম চিতই। রেসিপি দিচ্ছেন বীথি জগলুল।

পিঠার ব্যাটার তৈরি করতে লাগবে

-চালের গুঁড়া- ৩ কাপ
-ডিম- ২টি
-লবণ- ১ চা চামচ
-গোলমরিচ গুঁড়া- স্বাদমতো
-বেকিং পাউডার- ১ চা চামচ
-কুসুম গরম পানি- দরকারমতো

টপিং-এর জন্য লাগবে

-সেদ্ধ ডিম- ২টি
-স্প্রিং ওনিওন কুচি- ২-৩টি
-কাঁচামরিচ কুচি- ১টি
-ধনেপাতা কুচি- ৩/৪ টে চামচ
– ডিম পাতলা পাতলা করে পিস করে নিন। ডিম ছাড়া টপিং-এর সবকিছু একসাথে মিশিয়ে রাখুন।

প্রণালি

Exit mobile version