খেলাধুলাদৈনিক খবর

গেইলকে টপকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড চার্লসের

এবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২য় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ২৫৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস। টি-টোয়েন্টিতে যেটা কিনা ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের কাঁধে। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস্টেফর হেনরি গেইল। এখন এই রেকর্ড জনসন চার্লস এর কাঁধে। দেশের ক্রিকেট তো বটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি যৌথভাবে ২য় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড আছে ৩ জনের (ডেভিড মিলার, রোহিত শর্মা ও সুদেব বিক্রমাসেকারা) এবং ৩৯ বলেও সেঞ্চুরি আছে ৩ জনের,যারা হলেন শিভাকুমার পেরিয়ালার, জিসান কুকিখেল ও আজ জনসন চার্লস।

আজ আউট হবার পূর্বে জনসন চার্লস করেছেন ৪৬ বলে ১০টি চার ও ১১টা ছক্কায় ১১৮ রান। ২৫৯ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

পূর্ববর্তী নিবন্ধশেষ ৪ ম্যাচে ৩ হার বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের

Related Articles

Back to top button