খেলাধুলাদৈনিক খবর

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা রনি

আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৬৭ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দিয়েছেন রনি তালুকদার। ৭ চার আর ৩ ছক্কায় গড়া ইনিংসে ভর করেই বাংলাদেশ পায় দুইশোর্ধ্ব সংগ্রহ। শেষ পর্যন্ত কার্টেল ওভারের ম্যাচটি ২২ রানে জিতেছে টাইগাররা।

রনি তালুকদার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অনেকে ভেবেছিলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ের কারণে ম্যাচসেরা হবেন তাসকিন। ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের কাছে সেরা রনির ইনিংসটি।

গত ২০১৫ সালেই রনির সৌভাগ্যের দরজা খুলেছিল। কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়লে সেই সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। কিন্তু রনি হাল ছাড়েননি।

এদিকে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করেছেন। গত বিপিএলে বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলে ফেরেন জাতীয় দলেও। ৮ বছর পর ফেরা রনি নিজের ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে এসে হলেন ম্যাচসেরা।

Related Articles

Back to top button