দৈনিক খবর

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে গেলো হিরো আলম

বগুড়া-৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মাত্র ৯০৪ ভোটে পরাজিত হয়েছেন বহুল আালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এই আসনে জাসদ (ইনু) প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি ভোট কেন্দ্রের ফলাফলে মশাল প্রতীকে তানসেন পেয়েছেন ২০ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বহুল আালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪০৪ ভোট।

রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেনি। তবে বেসরকারি ফলাফলে হেরে গেছেন আলোচিত প্রার্থী হিরো আলম।

অন্যদিকে, বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৪৩ কেন্দ্রের মধ্যে ৮৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ২৬ হাজার ২৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার পরেই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক মার্কায় ১২ হাজার ৬৯৪ ভোট পেয়েছেন।

Related Articles

Back to top button