Countrywideদৈনিক খবর

একসঙ্গে উধাওয়ের পরে বাসায় ফিরে যা জানালো সেই ৪ কিশোরী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে এবং এই ঘটনায় বেশ কৌতুহূল জাগে মানুষের মনে। তবে জানা গিয়েছে সেই চার কিশোরী বাসায় ফিরেছে।পুলিশ বলছে, পরিবারের ওপর রাগান্বিত হয়ে চার বান্ধবী কাউকে কিছু না বলে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রথমে সিলেট, পরে খুলনায় যান। এক পর্যায়ে টাকা ফুরিয়ে গেলে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। তারা বাড়ি ফিরে এসব কথা বলেন। কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হওয়া ঠিক হয়নি বলেও স্বীকার করেন তারা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে ওই চার তরুণী বাড়ি ফেরেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ তাদের বাড়িতে যায়। কেন তারা বাড়ি ছেড়ে কোথায় গেছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এ সময় ওই চার মেয়ে এসব কথা বলেন।

এ ব্যাপারে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে ওই চার কিশোরী মিরপুর ১৩ নম্বরের নিজ বাড়িতে ফিরে আসে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চার কিশোরীকে আটক করা হয়। ওই চার কিশোরী পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে রাগ করে প্রথমে তারা সিলেটে যায়। সিলেট থেকে চার বান্ধবী আবার খুলনায় গিয়ে সেখানকার একটি হোটেলে অবস্থান করেন। এসময় তাদের টাকা ফুরিয়ে যায়। এরপর আবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন চার বান্ধবী। পরে টাকা ফুরিয়ে যাওয়ায় গতরাতে তারা বাড়ি ফিরে আসে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে চার বান্ধবী বাড়ি থেকে বের হয়ে ফেরেনি। এদের মধ্যে তিনজন মাদ্রাসা ও একজন স্কুলের ছাত্রী। তাদের নাম কুলসুম, তরমিন আক্তার কল্পনা, সামিয়া ও খুশি।এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে যে, চারটি মেয়েই যখন বাইরে বের হয় তখন তারা বোরকা পরে ছিল।

Related Articles

Back to top button