যৌনতায় একঘেয়েমি ? কিছু ‘ভালোবাসা’ দিন

যৌনতার ক্ষেত্রে একঘেয়েমি অনেকেরই জীবনের একটা পর্যায়ে আসতে পারে। তবে এ একঘেয়েমি কাটানোর কার্যকর একটি উপায় সম্প্রতি জানা গেছে। আর তা হলো ‘ভালোবাসা।’ বিশেষ করে নারীদের যৌনতায় একঘেয়েমি কাটাতে এটি কার্যকর।

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, যেসব নারী যৌনতার ক্ষেত্রে একঘেয়েমিতে ভোগেন তাদের ‘ভালোবাসার দাওয়াই’ এ একঘেয়েমি কাটাতে সহায়তা করে। এ ছাড়াও যৌনজীবনের আনন্দ বাড়াতে সহায়তা করবে এ দাওয়াই। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর বেথ মন্টেমুরো বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, নারীরা যৌনতা ও ভালোবাসা একসঙ্গে সংযুক্ত করলে যৌনতার ক্ষেত্রে ভালো সুফল লাভ করে।’

এ গবেষণায় ২০ থেকে ৬৮ বছর বয়সি ৯৫ জন নারীর ইন্টারভিউ নেওয়া হয়েছে। তাদের অধিকাংশই জানিয়েছেন যৌন সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে সর্বোচ্চ তৃপ্তি আসে যখন তার সঙ্গে যোগ হয় ভালোবাসা। গবেষণায় উঠে এসেছে যৌন সঙ্গীর সঙ্গে ভালোবাসার বিষয়টি শুধু আবেগগত নয়। এর সঙ্গে জড়িত আছে যৌন পরিতৃপ্তির বিষয়টিও। ভালোবাসা এক্ষেত্রে যৌন পরিতৃপ্তির জন্য প্রয়োজনীয়।

Exit mobile version