কান্না শিশুকে আত্মবিশ্বাসী করে তোলে

প্রতিদিন শিশুকে কিছু সময়ের জন্য কান্না করতে দেয়া প্রয়োজন। গবেষকেরা বলছেন, মা-বাবার উচিত সন্তানদের একটু কান্নার সুযোগ দেয়া। আর প্রতিদিন কিছু সময়ের জন্য শিশুটিকে একা রাখা দরকার। কারণ, একাকীত্ব ও কান্নার মধ্য দিয়ে শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে।

কান্না শিশুকে আত্মবিশ্বাসী করে তোলে

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির একদল গবেষক বলেছেন, কান্না শুরুর সাথে সাথেই শিশুকে শান্ত না করে কয়েক মিনিট কাঁদতে দেয়া ভালো। তাতে শিশু ও তার মা-বাবা প্রশান্তি নিয়ে ঘুমাতে পারবেন, দুশ্চিন্তাও থাকবে না। মাঝে মধ্যে শিশুকে প্রতিকূল অবস্থায় ফেললে শিশুরা আত্মনির্ভরশীল হতে শেখে। ‘পেডিয়াট্রিকস’ নামে একটি জার্নালে এ সংক্রান্ত গবেষণায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য সাত মাস থেকে ছয় বছর বয়সী ৩২৬ অস্ট্রেলীয় শিশুর আচার-আচরণ বিশ্লেষণ করা হয়েছে।

Exit mobile version