ঘরেই তৈরি করুন রাসায়নিক দ্রব্য মুক্ত ঘরদোর পরিষ্কার করার ন্যাচারাল ক্লিনার
জানালার গ্লাস বা টেবিলের গ্লাস বা অন্য কোন গ্লাস পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনার ব্যবহার করা হয়। গ্লাস ক্লিনারে দিয়ে শুধু গ্লাস পরিষ্কার করা হয় না। আসবাবপত্র, বুক সেলফ, দেওয়াল ঘরে আরও অন্যান্য জিনিস পরিষ্কার করতে গ্লাস ক্লিনার ব্যবহার করা হয়। এই গ্লাস ক্লিনার কি শতভাগ নিরাপদ?
অনেক সময় গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করার পরও জীবাণু থেকে যায়। রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি গ্লাস ক্লিনার ব্যবহার করার চেয়ে ঘরে তৈরি করে নিন গ্লাস ক্লিনার। খুব সহজে অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করা সম্ভব গ্লাস ক্লিনার। এই ক্লিনারটি শুধু গ্লাস পরিষ্কার করবে না। আপনার ঘরের অন্যান্য জিনিসপত্র পরিষ্কারের কাজেও এটি ব্যবহার করা যায়।
যা যা লাগবে
- – ১/৪ থেকে ১/২ কাপ সাদা ভিনেগার
- – ২ টেবিল চামচ বেকিং সোডা
- – কয়েক ফোঁটা টি ট্রি অয়েল বা এসেন্সিয়াল অয়েল
- – পানি
- – স্প্রে বোতল
যেভাবে তৈরি করবেন
- স্প্রে বোতলে সাদা ভিনেগার এবং বেকিং সোডা মিশিয়ে নিন।
- এর সাথে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন।
- এবার স্প্রে বোতলটি পানি দিয়ে ভরে নিন।
- তারপর বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নিন। এমনভাবে ঝাঁকাবেন যাতে সব উপাদান ভালভাবে মিশে যায়।
যেভাবে কাজ করে
ভিনেগার পানির দাগসহ যেকোন প্রকারের দাগ দূর করে থাকে। ভেজা অবস্থায় হয়তো ভিনেগারের গন্ধ লাগবে, কিন্তু শুকিয়ে গেলে এই গন্ধ আর থাকবে না।
বেকিং সোডাতে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান আছে যা জীবাণু ধ্বংস করে থাকে। এসেন্সিয়াল অয়েল ক্লিনারে একটি সুন্দর গন্ধ দিয়ে থাকে। আর এর অ্যান্টি- মাইক্রোবিয়াল উপাদান বিভিন্ন জীবাণু বংশবৃদ্ধি রোধ করে থাকে।