গর্ভাবস্থায় মুখে দাগ

গর্ভকালীন অনেক নারীরই গায়ের রং পাল্টে যায়। শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ পড়ে। এ রকম দাগ সবচেয়ে বেশি দেখা যায় মুখ ও চিবুকে। নাকের দুপাশ, চিবুক ও গাল বেশ কালো হয়ে পড়ে। এ নিয়ে মন খারাপ করতে দেখা যায় তাঁদের।
তবে বিষয়িট সাময়িক। গর্ভাবস্থায় শরীরে কয়েকটি হরমোনের তারতম্যের কারণেই এই রংবদল। এসব হরমোনের প্রভাবে ত্বকে মেলানিন নামের পদার্থের পরিমাণ বেড়ে যায় বলেই ত্বক কালো দেখায়। একে ডাক্তারি পরিভাষায় বলা হয় ক্লোয়েজমা।
সন্তান প্রসবের কয়েক মাসের মধ্যে এসব দাগ এমনিতেই দূর হয়ে যায়। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে এ সময় সরাসরি রোদের সংস্পর্শে বেশি এলে সমস্যা আরও বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় বাইরে বেরোতে হলে ফুলহাতা জামা বা হ্যাট পরা ভালো। ছাতাও ব্যবহার করা যেতে পারে। রোদ থেকে সুরক্ষার জন্য সানস্ক্রিন লাগানো যাবে নিশ্চিন্তে। প্রসব–পরবর্তী সময়েও এসব নিয়ম মেনে চলা দরকার।
প্রসবের পর থেকে মায়ের ত্বক আবারও আগের রঙে ফিরতে শুরু করবে। অতিরিক্ত ওজন ধীরে ধীরে কমিয়ে ফেলুন। কয়েক মাসেও ত্বকের কালো দাগ রয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।