কারা যেন বলেছিল, রোনাল্ডো শেষ হয়ে গিয়েছে; কোহলির খোঁচা

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি বিরাট কোহলির মুগ্ধতার কথা সবারই জানা। সিআরসেভেনে’র কাছ থেকেই ফিট থাকার মন্ত্র পেয়েছেন এই ভারতীয় ক্রিকেট তারকা। কদিন আগেও রোনালদোকে
‘সর্বকালের সেরা’ বলেছেন, এবার আরো একবার রোনালদো হয়ে ব্যাট করলেন কোহলি। রোনালদোর সমালোচকদের খোঁচা মেরেছেন তিনি।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া ও ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর অনেক সমালোচনা শুনতে হয়েছে রোনালদোকে। অনেকেই বলছেন, রোনালদোর দিন শেষ।
বৃহস্পতিবার রাতে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। এরপরই রোনালদো সমালোচকদের খোঁচা মারেন কিং কোহলি।
নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লিখেছেন, ‘৩৮ বছর বয়সেও ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছে। কিন্তু ফুটবল বিশেষজ্ঞরা বসে বসে তাঁর সমালোচনা করছে। খবরে থাকার জন্য বিশেষজ্ঞদের এই চেষ্টাকে রোনালদো চুপ করিয়ে দিয়েছে। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে তাঁর পারফরম্যান্স সব বলে দিচ্ছে। কারা যেন বলেছিল, রোনাল্ডো শেষ হয়ে গিয়েছে!’