দৈনিক খবর

রেলস্টেশনে যাত্রী পেটালেন পরিচ্ছন্নতাকর্মী

রাজশাহী রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। এতে শিমুল ইমলাম (৩৫) নামের ওই যাত্রী রক্তাক্ত আহত হন। পরে রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করেন। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাদৎ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের লবি থেকে ছিনতাইকারীরা কুমকুম নামে এক যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ছিনতাইয়ের ঘটনার পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় ট্রেনের দায়িত্বে থাকা গার্ড মনির হোসেন এবং অ্যাটেনডেন্ট তরিকুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা। পরে এক ক্লিনারকে ধরে চর-থাপ্পড় মারার অভিযোগও পাওয়া যায়। এদিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে থামলে পরিচ্ছন্নতাকর্মী লাল মিয়াসহ কয়েকজন মিলে ওই ব্যক্তিকে মারধর করে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী শিমুলের দাবি, ট্রেনে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত ক্লিনার, গার্ড এবং অ্যাটেনডেন্টরা। তা না হলে এত লোক হুট করে প্রথম শ্রেণির বগিতে ওঠার কথা নয়। এর প্রতিবাদ করায় গার্ড মনিরসহ কয়েকজন ক্লিনার আমাকে ধরে পিটিয়েছে।

এসআই সাহাদৎ হোসেন জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। দুই যাত্রীই লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবদুর করিম গণমাধ্যমকে বলেন, রাজশাহীর সারদাহ রোড স্টেশনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে আসলে সকাল সাড়ে ৭টার দিকে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। জিআরপি থানায় কথা বলেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button