দৈনিক খবর

এবার টাইগার ক্রিকেটারদের ৬ মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে নিয়ম নীতিতে কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন চুক্তিতে থাকা টাইগার ক্রিকেটারদের ৬ মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। ছয় মাসে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলে চুক্তি থেকে বাদও পরতে পারেন তারকা ক্রিকেটাররা।

এব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনিস বলেন, চুক্তিতে থাকা ক্রিকেটারদের ছয় মাস পর পারফরম্যান্স বিবেচনা করা হবে। আমরা চাই ওরা এই বার্ষিক চুক্তিকে গুরুত্ব দিক।

চুক্তিতে থাকা কোনও ক্রিকেটার যদি খারাপ খেলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু আমরা চাই বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢোকার জন্য ক্রিকেটারদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকুক।

বাংলাদেশের ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, নতুন নিয়মের ফলে ক্রিকেটাররা এটা ভেবে নেবে না যে, দলে তাদের জায়গা পাকা। তবে ছয় মাস অন্তর চুক্তি পাল্টে যাবে এমন নয়। সকলে যাতে ভালো খেলে সেই জন্যই এই নতুন নিয়ম। সকলে জানবে খারাপ খেললে তাদের দিকে আঙুল উঠবে।

Related Articles

Back to top button