দৈনিক খবর

রেশ না কাটতেই সীতাকুণ্ডে আবারো ভয়াবহ বিস্ফোরণ: একে একে আসছে অ্যাম্বুলেন্স, কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ

গত বছরের মাঝে মাঝি সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একে একে মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রায় অর্ধশতাধিক। প্রিয়জনদের হারানোর শোকে এখনো ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন স্বজনরা। তবে এ ঘটনার রেশ না কাটতেই এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বি’স্ফেঅ’রণের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সাইরেন বাজিয়ে একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। আহতদের বেশিরভাগের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে।

হাসপাতালের সামনে গিয়ে দেখা গেছে, স্বজনদের অনেকেই এসে জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন। তাদের আর্তচিৎকারে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, আহতদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি নিজে জরুরি বিভাগে গিয়েছিলাম। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স রয়েছে। তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। আমরা হাসপাতাল থেকে ওষুধ, স্যালাইন ও ইনজেকশন দিচ্ছি।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামের একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ২০ জনকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

Related Articles

Back to top button