দৈনিক খবর

আইপিএলে খেলার জন্য ছুটি পাবেনা সাকিব-লিটন-মুস্তাফিজ

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরে (আইপিএল) বাংলাদেশকে থেকে দল পেয়েছেন তিনজন। তবে আইপিএলের সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের সিরিজ রয়েছে। ফলে ওই সময়ে ক্রিকেটারদের আইপিএলের জন্য ছুটি দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, আয়ারল্যান্ড সিরিজে আইপিএল খেলার জন্য ছুটি পাবেন না ক্রিকেটাররা।

গতকাল মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি হোম অফ ক্রিকেট মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। পাপন বলেন, “এরকম কোনো পরিকল্পনা নেই আমাদের। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কিছু খেলার সুযোগ নেই এবং এটা ওদেরকে বলেও দিয়েছি।” এদিকে চলতি বছরের মার্চের শেষের দিকে মাঠে গড়াবে আইপিএলের আসন্ন আসর।

বাংলাদেশ থেকে এবার তিনজন দল পেয়েছেন টুর্নামেন্টটিতে। নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছিলন দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে প্রথম ডাকে অবিক্রিত থাকলেও পরবর্তীতে বেস প্রাইজে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারে আসরে সাকিবের বেস প্রাইজ ছিল এক কোটি রুপি ও ৫০ লাখ রুপি বেস প্রাইজ ছিল লিটনের।

সাকিব এর আগের বার নিলামে থাকলেও কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করেনি। অন্যদিকে লিটন এবার প্রথম আইপিএলে দল পেয়েছেন। এর আগে গত আসরের মাঝপথে তাসকিন আহমেদকে দলে নেওয়া আগ্রহ প্রকাশ করেছিল আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ওই সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকায় তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তি পত্র দেয়নি বিসিবি।

Related Articles

Back to top button